📊 বিসিএস / ব্যাংক / অন্যান্য
📊 সাজেশন (বর্তমান সময়ের জন্য প্রযোজ্য)
📊 সকল ধরনের সরকারি নিয়োগ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক সাজেশন
![]() |
✔ বাংলা ব্যাকরণ
১। ধ্বনি–বর্ণ এবং দ্বিরুক্তি শব্দ
২। বাক্য ও শুদ্ধ বানান
৩। প্রকৃতি ও প্রত্যয়
৪। সন্ধিবিচ্ছেদ
৫। সমার্থক শব্দ
৬। বিপরীত শব্দ
৭। বাক্যসংকোচন বা এক কথায় প্রকাশ
৮। বাগধারা
৯। কারক ও বিভক্তি
১০। পদ–প্রকরণ
১১। মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থাবলি
১২। রবীন্দ্রনাথ + নজরুল (রচিত) এবং সম্পর্কিত
✔ ইংরেজি (English)
1. Parts of Speech
2. Right forms of Verb
3. Tense
4. Noun & Gerund
5. Subject Verb & Agreement
6. Gender
7. Number
8. Narration
9. Preposition
10. Voice
11. Idom Phrases
12. Synonym & Antonym
✔ গণিত (Math)
১. মৌলিক সংখ্যা
২. লাভ–ক্ষতি
৩. ল.সা.গু – গ.সা.গু
৪.ঐকিক নিয়ম
৫. লাভ–ক্ষতি
৬. অনুপাত–সমানুপাত
৭. ধারা সম্পৃক্ত
৮. বয়স সংক্রান্ত
৯. লগ (Log)
১০. শতকরা
১১. বৃত্ত
১২. আয়তক্ষেত্র
১৩. ত্রিভুজ
✔ সাধারণ জ্ঞান
১। বাংলাদেশের সংবিধান
২। বাংলাদেশের অবস্থান
৩। প্রাচীন জনপদ
৪। জনসংখ্যা এবং উপজাতি
৫। ব্রিটিশ শাসন
৬। ভাষা আন্দোলন
৭। ৬৬–র লাহোর প্রস্তাব
৮। ৬৯–র গণঅভ্যুত্থান
৯। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ
১০। বাংলাদেশের নির্বাচন
১১। আন্তর্জাতিক দিবসসমূহ
১২। আন্তর্জাতিক সংগঠন
১৩। আন্তর্জাতিক সীমানা / সীমা
১৪। বিভিন্ন দেশ, রাজধানী এবং মুদ্রা নাম।
উপরের টপিকগুলো সকলেরই আয়ত্বে রাখা উচিত। কারন— আপনি এখন যাই করেন কিংবা আপনার অবস্থান যেখানেই থাকুক না কেন, যদি আপনি বাংলাদেশের জব সেক্টরে যেতে চান তবে অবশ্যই উপরোল্লিখিত বিষয়গুলো থেকেই প্রশ্ন আসবে। এজন্য প্রতিটি ছাত্রের উচিত— এখন থেকে অল্প অল্প করে এগুলোর চর্চা করলে পড়াশোনা শেষে চাকরির জন্য তখন আর বেশি পরিশ্রম করতে হবে না। আবার পূর্ব প্রস্তুতি থাকলে চাকরি বাজারে সময়ের অনেক আগেই আপনি উত্তীর্ণ হতে পারবেন।
পরিশেষে সকলের জন্য দোয়া এবং শুভেচ্ছা রইলো😍
✏ এবার কিছু এডভান্সড এডভাইস আপনার জন্য—
এক। ঘুম থেকে উঠেই ফেসবুকে না গেলেও আপনার দিন চলবে। তাই ফেসবুকে না গিয়ে আগে পড়া শেষ করেন এবং তারপর ফেসবুকে যান।
দুই। সবসময় চেষ্টা করবেন দিনের শুরুটা যেন মহান প্রতিপালকের নামে শুরু করতে পারেন। পারলে ৪/৫ মিনিট প্রার্থনা সেরে নিতে পারেন।
তিন। পড়ার সময় মোবাইল ফোন যতোটা সম্ভব মিউট করে রাখুন এবং পড়ার টেবিল থেকে দূরে রাখুন। যাতে যে–কোনো সময় ফোন হাতে নিতে হলে যেন আপনাকে টেবিল থেকে উঠতে হয়।
চার। একসাথে দেড় ঘন্টার অধিক পড়াশোনা করবেন না। এতো সময় পর মনোযোগ ধরে রাখা যায় না। তাই কিছু সময় ব্রেক নিন।
পাঁচ। খাটের উপর শুয়ে থেকে পড়তে যাবেন না। যতক্ষণ পারেন টেবিল চেয়ারে পড়ুন।
ছয়। যে গার্লফেন্ড / বয়ফেন্ড আপনাকে পড়ার জন্য প্রেশার দেয় না, তাকে বর্জন করুন।
সাত। পরিশ্রম কখনোই বৃথা যায় না, আপনার পরিশ্রমই আপনার সাফল্যের চেয়ার নির্ধারণ করে দিবে— বিষয়টি মনে রাখবেন।
Know more : GST গুচ্ছ বিশ্ববিদ্যালয় নিয়ে ষোলোকলা
0 Comments