Subscribe Us

header ads

Terms & Conditions


 প্রায় সকল সাইটের নিজস্ব কিছু নীতিমালা থাকে যেটার উপর ডিপেন্ড করতে সাইটটির মুষ্টিমেয় ওয়ার্ক পরিচালনা হয়ে থাকে। আমাদের সাইটটির তেমনি কিছু শর্তাবলী আছে। যেসব শর্ত সবার জন্য প্রযোজ্য। আশা করব সাইটটি ভিজিটের পর এর সকল শর্তাবলী মেনেই আপনি এখানে বিচরণ করবেন। নিম্নে আমাদের শর্তাবলী :     


অবশ্যই আপনাকে পোষ্ট সম্পর্কিত কমেন্ট (মতামত) করতে হবে । কমেন্টে অশ্লীল কোন বাক্য ব্যবহার করা যাবে না।


↪ দেশ বিরোধী বা উস্কানীমূলক কোনো ধরনের কোনো কমেন্ট করা যাবে না।


↪  আপনি কমেন্টে লিংক ব্যবহার করতে পারেন । আর লিংকগুলো হবে নোফলো।


↪ আপনার পণ্যের প্রচার করা যাবে না যদি না এই সম্পর্কিত কিছু সাইটে না থাকে।


↪ এডাল্ট কোন কথা বার্তা বা কমেন্ট করা থেকে বিরত থাকবেন।


↪ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে কিংবা জাতি—বিভেদ সৃষ্টি করে এমন কোনো মন্তব্য করা যাবে না।   


↪ অন্যের ব্যক্তিগত অনুভুতিতে আঘাত হানে এমন কিছু করা যাবে না।


↪ আপনার যেকোনো অসদাচরণের জন্য সাইটের মালিক বিনা নোটিশে আপনাকে ব্যান করে দেওয়া ক্ষমতা রাখে।


↪ কর্তৃপক্ষ সকল প্রকার পরিমার্জন,পরিবর্ধন ও পরিশোধনের অধিকার রাখে ।

 

আশা করি এই শর্তগুলো মেনে আপনি আমাদের সাইট ভিজিট করবেন । শুভেচ্ছান্তে — " টিম লেখাপড়া এখানে।" 

Post a Comment

0 Comments