Subscribe Us

header ads

পরীক্ষার আগে পড়াশোনা করার নিয়ম

https://lekhaporaeikhane.blogspot.com/2021/11/exam-er-porasuna-korar-niyom-2022.html

এসএসসি পরীক্ষার আগে পরীক্ষার আগে পড়াশোনা করার নিয়ম এবং পরে করণীয়


আসন্ন ২০২১ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের জন্যে রইলো অফুরন্ত ভালোবাসা ও মন থেকে অপরিসীম দোয়া। পরীক্ষার আগে শেষ মূহুর্তের জরুরি কিছু টিপস শেয়ার করছি যা তোমাদের প্রস্তুতি শতভাগ পূর্ণ করে দিবে। নিম্নের প্রতিটি বিষয় ফলো করা একজন ভালো রেজাল্টধারীর কর্তব্য। আশা করছি তোমরা উপকৃত হবে।

পরীক্ষার আগে শেষ মূহুর্তের করণীয় :

এই সময়ে মূল পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ অংশ খুব ভালোভাবে বুঝে পড়বে। অধিক রাত জেগে পড়াশোনা করবে না। পরীক্ষার জন্যে কভার পৃষ্ঠার নমুনা মোতাবেক প্রবেশপত্র দেখে তোমার নাম, রোল নম্বর, বিষয়, কেন্দ্রের নাম, পরীক্ষার্থীর স্বাক্ষর ও পরীক্ষার তারিখ লেখার অনুশীলন করবে।

পরীক্ষার হলে যাওয়ার আগে করণীয়:


এই মুহূর্তে পড়াশোনা বলে কিচ্ছু থাকে না। তুমি শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর এক পলক চোখ বুলিয়ে যাবে। পরীক্ষার প্রথম দিন কমপক্ষে দেড় বা দুই ঘণ্টা আগে বাসা থেকে রওনা দেবে। কারণ, নতুন স্থানে নতুন পরিবেশে কক্ষ নম্বর ও আসন নম্বর খুঁজতে সময় লাগবে। পরীক্ষার হলে সময়ের আগে উপস্থিত হতে না পারলে মনে ভয়ের উদয় হতে পারে। এতে পরীক্ষায় এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে ভালো হয় অনেকে আগের দিন গিয়ে পরীক্ষার কেন্দ্র ও রুম নম্বর দেখে আসা। পরীক্ষার হলে রওনা হওয়ার পূর্বে অবশ্যই তোমার প্রবেশপত্র, একাধিক কলম, পেনসিল, স্কেল, হাতঘড়ি ইত্যাদি সঙ্গে নেবে। যাদের হাতের তালু ঘামে তারা সঙ্গে একটি রুমাল বা টিস্যু রাখতে পারে। চাইলে সঙ্গে করে একটি পানির বোতল নিয়ে যেতে পারো।

বিঃদ্রঃ যাদের ঘনঘন বাথরুমে যাবার অভ্যাস তারা পরীক্ষা শুরুর আগে অবশ্যই কাজকর্ম সেরে নেবে। পরীক্ষার প্রতিটি মিনিট খুব গুরুত্বপূর্ণ। তাই অযথা নষ্ট করবে না।

পরীক্ষার হলে পরীক্ষার্থীর যা করণীয় :

পরীক্ষার খাতা পাওয়ার পরীক্ষার হলে পরীক্ষার্থীর করণীয় কভার পৃষ্ঠায় প্রবেশপত্র দেখে তোমার নাম, রোল নম্বর, বিষয়, কেন্দ্রের নাম, স্বাক্ষর ও পরীক্ষার তারিখ লিখে ফেলবে। কভার পৃষ্ঠার অপর পৃষ্ঠায় লেখা নিষেধ। (করণীয় কাজের বিবরণ পড়ে নিয়ে দেখতে পারো)। প্রশ্নপত্র পাওয়ার পর ভালোভাবে পুরোটা পড়ে নিয়ে আগে সহজ প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবে। তারপর অপেক্ষাকৃত কঠিন প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবে। হাজিরা শিটে অবশ্যই প্রতিদিন স্বাক্ষর করবে।

সময় নির্ধারণ করা : পরীক্ষার হলে সময় নির্ধারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুরুতেই প্রশ্নপত্র দেখে প্রত্যেকটি উত্তর লেখার জন্য কতটুকু সময় পাচ্ছ, তা হিসাব করে উত্তর লেখা শুরু করবে। রিভিশনের জন্যও কিছু সময় হাতে রাখবে। তাহলে সময়ের জন্য আর পরীক্ষা খারাপ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।


সহজ থেকে শুরু করা : পরীক্ষার প্রশ্নপত্রে উল্লিখিত প্রথম প্রশ্নটির উত্তর প্রথমে দিতে হবে এ রকম কোনো বাধাধরা কথা নেই। বরং যে প্রশ্নটি তোমার সবচেয়ে বেশি জানা এবং সবচেয়ে ভালোভাবে লিখতে পারবে সেটির উত্তরই প্রথমে লিখবে। এতে তোমার পরীক্ষার একটা ভালো সূচনা হবে। তা না করে যদি তুমি শুরুতেই কঠিন প্রশ্নের উত্তর দিতে যাও, সবকিছু এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এতে পুরো পরীক্ষাই খারাপ হয়ে যেতে পারে।

মাথায় না এলে এড়িয়ে চলা : উত্তর দেওয়ার সময় মাঝেমধ্যে অনেক তথ্য মাথা থেকে উধাও হয়ে যায়। এ ক্ষেত্রে অযথা টেনশন করবে না। জোরপূর্বক সেটা স্মরণ করা বা স্মরণ না হওয়া পর্যন্ত না লিখে বসে থাকবে না। বরং সে জায়গাটা খালি রেখে পরের অংশে চলে যাও। পরে মনে পড়লে লিখে দিতে পারো অথবা রিভিশন দেওয়ার সময় আরেকবার চেষ্টা করে দেখতে পারো।

অন্যের সাহায্য পরিত্যাগ করা : পরীক্ষার হলে অন্যের সাহায্য নেওয়া একটি মারাত্মক বদ-অভ্যাস। এর ফলে জানা উত্তরও অনেকে ভুল করে আসে। এতে অনেক সময় নষ্ট হয় এবং ক্ষেত্র বিশেষে বহিষ্কার হওয়ার সম্ভাবনাও থাকে। তাই পরীক্ষার হলে সব ধরনের অনৈতিক কাজ পরিত্যাগ করার চেষ্টা করবে।

রিভিশন দেওয়া : সময়ের আগে হল থেকে বের হওয়ার চিন্তা মোটেও করবে না। একজন ভালো ছাত্র হিসেবে এটা তো করবেই না। বরং পুরো সময়টাকে কাজে লাগানোর পরিকল্পনা করবে। লেখা শেষ হলে রিভিশন দেবে। সময় থাকলে একাধিকবার রিভিশন দিতে পারো। দেখবে, প্রতিবারই কিছু না কিছু ভুল ধরা পড়বে।
https://lekhaporaeikhane.blogspot.com/2021/11/exam-er-porasuna-korar-niyom-2022.html


পুরো বিষয়টি পয়েন্ট আকারে সংক্ষেপে পড়ে নিন আরেকবার। পরীক্ষার্থীদের জন্য অবশ্য পালনীয় নিয়মাবলি:

  • পরীক্ষার্থীকে প্রবেশপত্রসহ নির্দিষ্ট সময়ে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

  • অননুমোদিত কাগজপত্র, ক্যালকুলেটর নিয়ে যাবে না। অবশ্যই তোমার মুঠোফোন/ মোবাইল বাসায়/অভিভাবকের কাছে রেখে যাবে।

  • কোনো অবস্থায় উত্তরপত্রের ভেতরে বা বাইরে তোমার নাম, ঠিকানা, রোল নম্বর বা কোনো সাংকেতিক চিহ্ন বা অপ্রয়োজনীয় কোনো কিছু লিখবে না।

  • উত্তরপত্র এবং অতিরিক্ত উত্তরপত্রে অবশ্যই ইনভিজিলেটরের স্বাক্ষর থাকতে হবে। অন্যথায় উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।সেজন্যে অতিরিক্ত খাতা নিলে অবশ্যই দায়িত্বরত শিক্ষকের স্বাক্ষর দেখে নিবে এবং মূল খাতায় শিক্ষক যেন স্বাক্ষর করে খেয়াল করবে।

  • খসড়ার বা রাফ করার জন্য কোনো অতিরিক্ত কাগজ দেওয়া হবে না। প্রদত্ত উত্তরপত্রে খসড়ার কাজ করতে হবে এবং তা পরে যথাযথভাবে কেটে দিতে হবে।

নোট : গাণিতিক বা রাফ করতে তুমি চাইলে উত্তরপত্রের একদম শেষের পেজটাকে ব্যবহার করতে পারো৷ এক্ষেত্রে শুরুতে পুরো পেজটা "ক্রস" মার্ক এবং উপরে "রাফ" লিখে নিতে পারো। পরবর্তীতে ভুলে গেলে যাতে সমস্যা না হয়।

  • অতিরিক্ত উত্তরপত্রের দরকার হলে পরীক্ষার্থী কেবল দাঁড়িয়ে কর্তব্যরত ইনভিজিলেটরের দৃষ্টি আকর্ষণ করবে।

  • প্রদত্ত উত্তরপত্র ছাড়া প্রশ্নপত্র, টেবিল, রুলার, নিজ দেহ বা অন্য কোথাও পরীক্ষার্থী কোনো কিছু লিখতে পারবে না।

  • প্রশ্নপত্র বিতরণের পর এক ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলের বাইরে যেতে পারবে না।

  • পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরপত্র কর্তব্যরত ইনভিজিলেটরের কাছে জমা দিয়ে পরীক্ষা হল ত্যাগ করতে হবে।

  • পরীক্ষা সমাপ্ত হওয়ার ১০ মিনিট আগে সতর্কঘণ্টা বাজবে।

পরীক্ষা চলাকালীন সময়ে যেসব আচরণ করা যাবে না। একজন পরীক্ষার্থী হিসেবে এগুলো তোমার জানা উচিত। নিচের নির্দেশ অমান্য করলে পরীক্ষার্থীকে দোষী বিবেচিত করে শাস্তি দেওয়া হতে পারে। এগুলো হলো:

এক। পরীক্ষার হলে একে অন্যের সঙ্গে কথোপকথন বা কথা বললে;

দুই। কোনো অননুমোদিত কাগজপত্র বা বস্তু সঙ্গে রাখলে, যেটি নকল বলে বিবেচিত হতে পারে।

তিন। পরীক্ষার হলে প্রশ্নপত্র বা অন্য কোনো মাধ্যমে কিছু লিখে অন্য কোনো পরীক্ষার্থীর সঙ্গে তা বিনিময় করলে;

চার। প্রশ্নপত্র ছাড়া অন্য কোনো কাগজ বা অন্যের উত্তরপত্র দেখে লিখলে বা অন্যকে দেখানোর চেষ্টা করলে।

শেষ কিছু কথা:

অনেক ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও পরীক্ষার হলে সামান্য ভুলের কারণে অনেকের পরীক্ষা খারাপ হয়। তাই কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে টেনশন করে সবকিছু গুলিয়ে ফেলা বুদ্ধিমানের কাজ নয়। বরং যা জানা আছে, তা যথাযথ লিখে শেষ করাই জরুরি। পরীক্ষার হলের করণীয় সম্পর্কে আজকের পরামর্শ।


এছাড়া অন্যান্য বিষয়ের উপর গুরুত্বপূর্ণ টিপস পেতে চান? তাহলে বিষয়ের উপর ক্লিক করুন:

Post a Comment

0 Comments