![]() |
ভাষা |
📊 প্রথম অধ্যায়
📊 ভাষা
✔ ভাষা কাকে বলে?
মানুষের মনের ভাব প্রকাশের একমাত্র বাহনই হচ্ছে ভাষা। ভাষার সংজ্ঞা দিতে গিয়ে সাধারণভাে বলা হয়— " মানুষ যা ব'লে বা লিখে অন্যের কাছে মনের ভাব প্রকাশ করে তাকেই ভাষা বলে।''
কিন্তু ভাষার আধুনিক বিজ্ঞান সম্মত সংজ্ঞা দিতে গেলে বলতে হয়— " মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য বাক যন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে ভাষা বলে।"
✔ বাংলা ভাষা কাকে বলে?
✔ মাতৃভাষা কাকে বলে?
✔ রাষ্ট্রভাষা কাকে বলে?
যে ভাষার মাধ্যমে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী সম্পাদন করা হয়, তাকে রাষ্ট্রভাষা বলে। বাংলাদেশে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী বাংলায় সম্পাদন করা হয় এবং প্রায় সকলেই বাংলা ভাষাতেই কথা বলে তাই আমাদের রাষ্ট্রভাষা বাংলা।
✔ বাগযন্ত্র কাকে বলে?
✔ ভাষার কয়টি রূপ ও কী কী? উদাহরণ দাও।
(১) সাধু ভাষা : সাধুভাষা বলতে সাধু বা শিষ্টজনের সাহিত্যের ভাষাকেই বুঝায়। গদ্য সাহিত্যের প্রসারের যুগ হতে যে রীতিতে সাহিত্য রচিত হয়, তাকে সাধু ভাষা বলে। এ ভাষায় কোন অঞ্চলের বিশেষ প্রভাব পরিলক্ষিত হয় না বলে এই ভাষা সর্বজনগ্রাহ্য। উদাহরণ— তাহারা লেখাপড়া শিখিয়া মানুষ হইবে।
(২) চলিত ভাষা : দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষিত মানুষ কথা–বার্তা, আলাপ–আলোচনা ও একে অপরের কাছে ভাব বিনিময়ের মাধ্যম হিসেবে যে ভাষা–রীতি ব্যবহার করে, তাকে কথ্য ভাষা বা চলিত ভাষা বলে। প্রকৃতপক্ষে, মানুষের মুখে মুখে চলমান বলেই একে চলিত ভাষা বলে। উদাহরণ— তারা লেখাপড়া শিখে মানুষ হবে।
— নোয়াখালী : আঁরে চিনে না।
— বরিশাল : মোরে চেনো না।
— (শুদ্ধরূপ : আমাকে চিন না।)
0 Comments