![]() |
Easy Method for Article |
আমরা যারা নিয়মিত বক্তব্য দিয়ে মানুষকে আকৃষ্ট করতে চাই কিংবা গলার ভয়েস শ্রুতিমধুর এবং আকর্ষণীয় করতে এগুলো ফলো করুন।
.
ধরুন, আপনার শিক্ষক আপনাকে পড়াচ্ছেন,
I love a girl. (আমি একটি মেয়েকে ভালোবাসি)
The girl is beautiful. (মেয়েটি সুন্দরী)
She is an M.A. (সে একজন এম এ পাশ)
The name of the girl is Taskiya. (মেয়েটির নাম তাসকিয়া)
.
1. ১ম বাক্যে I love a girl. এখানে a কেনো বসলো?
কারণ- প্রথম বাক্যে কোন বালিকাকে আমি ভালোবাসি তা নির্দিষ্ট করা নেই। সে তাসকিয়াও হতে পারে, আলিয়াও হতে পারে। এই কারণে ভালোবাসার মানুষটি অনির্দিষ্ট থাকায় girl এর পূর্বে article বসেছে a.
2. The girl is beautiful (মেয়েটি সুন্দরী)
পূর্বের বাক্যে girl এর আগে a বসে এই বাক্যে the কেনো?
কারণ প্রথম বাক্যে মেয়েটি বক্তার কাছে নির্দিষ্ট ছিলনা, এই বাক্যে সবাই বুঝতে পেরেছে, আমি সে মেয়েটির কথাই বলছি যাকে আমি ভালোবাসি। এই কারণে এইখানে article বসেছে the.
3. She is an M.A. গার্ল্ফ্রেন্ড এম এ পাশ করতেই পারে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে, আমরা জেনে আসছি, vowel (a,e,i,o,u) এর আগে article an বসে, এখানে consonant এর আগে an কেনো বসল?
কারণ সংক্ষিপ্ত শব্দ (abbreviation) এর M (এম) উচ্চারণ করতে এখানে vowel (a) এবং তারপর (m) এর উচ্চারণ এসেছে।
vowel এর উচ্চারণ আগে আসায় পূর্বে an বসেছে
4. The name of the girl is Taskiya.
এক বাক্যে মেয়েটি এবং তার নামটি দুটোই নির্দিষ্ট।
প্রথমত, মেয়েটির কথা প্রথম বাক্যেই বলা আছে সুতরাং মেয়েটি (girl) নির্দিষ্ট। তার পূর্বে the বসেছে।
তেমনই ভাবে, যে কোনো মানুষের নামও নির্দিষ্ট। গার্ল্ফ্রেন্ড কোনো এলিয়ান নয়। এই কারণে নাম (name) এর পূর্বেও definite article (the) বসেছে।
.
এবার ধরুন, সাহেব বাজার ওভার ব্রীজের নিচে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের প্রেমে পড়েছেন। ইংরেজীতে বললে হয়-
I saw (a) _____ girl yesterday in front of (b) ________ over bridge. (c) _______ girl was beautiful and I gave her (d) _________ rose. She took (e) _________ rose.
.
এই বাক্যে ৫টি article ব্যবহার করতে হবে। প্রথমটি হলো I saw _____ girl.
(a) যেহেতু, এই বাক্যে আমি আমার গার্ল্ফ্রেন্ড নাকি অন্য কারো গার্ল্ফ্রেন্ড কে দেখেছি তা বলা নাই, সুতরাং girl টি অনির্দিষ্ট। এই কারণে এখানে indefinite article (a) বসবে।
(b) ওভার ব্রীজের সামনে একটি মেয়েকে দেখেছি। এখানে, ওভার ব্রীজটি নির্দিষ্ট। কেননা, কোনো মেয়ের ওপর ক্রাশ খেতে হলে তার একটি নির্দিষ্ট স্থান থাকে। এখানে, আমি নির্দিষ্ট করেই বলেছি, ওভার ব্রীজের সামনেই মেয়েটিকে দেখেছিলাম। এই কারণে over bridge এর পূর্বে the বসবে।
(c) _______ girl was beautiful.
যেহেতু, একটি মেয়েকে ওভার ব্রীজের নীচে দেখেছিলাম, সে কথা আগেই বলেছি, প্রথম লাইনে মেয়েটি আমার কাছে নির্দিষ্ট না থাকলেও তৃতীয় লাইনে মেয়েটি নির্দিষ্ট (তার পরিচয় প্রথম লাইনে দেওয়া আছে)
এই কারণে article হবে the girl was beautiful.
(d) I gave her _____ red rose. যেহেতু, প্রথমবার গোলাপের কথা বলছি, সুতরাং গোলাপ (rose) singular common noun হবার কারণে তার পূর্বে indefinite article (a) বসবে
(e) She took _______ rose. সে গোলাপটি নিল। এই গোলাপটি সেই পূর্বের লাইনের গোলাপ। আগের লাইনে গোলাপটি আমার কাছে অনির্দিষ্ট ছিল, কিন্তু এই বাhক্যে সে গোলাপটি আমার কাছে নির্দিষ্ট। এই কারণে এখানে article বসবে the.
English grammar শিখুন আনন্দের সঙ্গে।
3 Comments
দারুণ পদ্ধতি 🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🥉🥈🥈🥈🥇
ReplyDeleteThanks dear 😍 & Stay with us!
DeleteThank you 😍
Delete