📒 Tongue Twister
📒 Spoken এ জরুরি / টাং - টুইস্টার
📒 মুখের জড়তা সহজে দূর করুন
আমরা যারা বলতে প্রায় সবাই বাংলা ভাষা ছাড়া আর সব ভাষায় কথা বলতে গেলে (বিশেষ করে ইংরেজি) মুখ নড়াচড়া করতে চায় না। কেউবা ২/৩ টা বাক্য বলার পর চুপ হয়ে যায়। সবচেয়ে বেশি যেটি আমাদের সমস্যা করে সেটা হলো আমরা আমাদের ঠোঁটের উপর নিয়ন্ত্রণ আনতে পারি না। কথা বলার সময় জড়তার কারনে মুখের বাকযন্ত্র সমূহ আমাদের চাওয়ার সাথে রেসপন্স করে না। আর এর মূল কারন আমরা আমাদেরই জিহ্বার চর্চা করি না। তাই আজ থেকে আপনার মুখের জড়তা ঝেড়ে ফেলেতে প্রতিদিন এই Tongue — Twister গুলো প্রাকটিস করবেন।
↪ Tongue - Twister — 01 :
Peter piper picked a peak of picked peppers
A peter of picked peppers peter piper picked
If peter piper picked a peck of picked peppers
where's the peck of picked peppers peter piper picked. ( সকল 'P' এর উচ্চারণ 'ফি' করে বলতে চেষ্টা করুন)
↪ Tongue - Twister — 02 :
চাচা চেঁচায় চাচি চেঁচায়
চাচা চাচি এত চেঁচায়
চামেলি যেন চমকে যায়।
↪ Tongue - Twister — 03 :
Champa is chewing a chewing gum
of cherry, sitting on a charming chair.
↪ Tongue - Twister — 04 :
The author thought three thoughts
I thought a thought,
But the thought I thought,
Wasn't the thought, I thought & thought (ওথোর = author বলতে চেষ্টা করুন)
প্রতিদিন এই Tongue - Twister গুলো প্রাকটিস করতে থাকুন আর নিজের জড়তাকে দূর করুন। চেষ্টা করবেন এক দমে কিংবা দু'দমে পুরো একটা করে Tongue - Twister শেষ করতে।
0 Comments