Subscribe Us

header ads

সবাই যেখানে ভুল করে (She —র পরে have নাকি has)



📒 She এর পরে have হয়? 

📒 সবাই যেখানে ভুল করে! 


> > She এর পরে have হয় কি? [হ্যাঁ—হয়] 


নিচের প্রশ্নটি সঠিক নাকি ভুল নির্ণয় করঃ—


Ques: Does she has a car?


= প্রায় ৯০% পরীক্ষার্থী ভুল করেছিল এই প্রশ্নের উত্তর। কারন তাদের প্রায় সবাই উত্তরে না বলেছিল যে, " উল্লেখিত প্রশ্নটিতে (Does she has a car?) কোনো ভুল নেই।


কিন্তু সঠিক উত্তর হল প্রশ্নটিতে ভুল আছে। 

সুতরাং Does she has a car? ❌ এটি হল ভুল।


✅✔ সঠিক প্রশ্ন হবে : Does she have a car?

ব্যাখ্যা : এখানে শুরুতে "helping verb"  হিসেবে does ব্যবহৃত হয়েছে। কিন্তু 'have' এখানে ব্যবহার করা হয়েছে অধিকার /ownership অর্থে। 


সবাই যেখানে ভুল করে

Post a Comment

0 Comments