সারাদিন মানুষ অভিনয় করে যায়
সারাদিন মানুষ অভিনয় করে যায়; মাঝরাতে মানুষ অভিনয়ের কাছে হেরে যায়। তোমাকে পেলে
হয়তো আত্বচিৎকারের ভাষা বুঝতে পারতাম না৷ বাস্তবের সময়ে কল্পনার জাল বুনিয়ে অসময়ে
বাস্তবতা দেখিয়ে ছেড়ে গেলে। দিনশেষে গভীর রাতে ভেবে যায় তোমাকে; নির্লজ্জ এই মন।
এতোখানি যখন পড়ে ফেলেছেন তখন ধরেই নিচ্ছি আপনার সাথে এমনটা হয়েছে। আপনাকে যে ছেড়ে
গেছে, তার স্মৃতি ভেবে নিয়ে আপনার মূল্যবান রাতের ঘুম নষ্ট করতেছেন; যখন সে
অন্যকারো বাহুডোরে নিবিড় পরশে ঘুমাচ্ছে। অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে সেটা
কাজে লাগিয়ে আপনার ভবিষ্যত কে রঙিন করুন। পিছে ফিরে পিছুটান দেখা বন্ধ করুন।
আপনাকে যখন ছেড়েছে; তখন আপনার অবশ্যই কোনো অযোগ্যতা আছে। কাজেই আপনার সময় আপনাকে
প্রমাণ করার। আপনার অযোগ্যতা কাটিয়ে নিজেকে উপযুক্ত করার। সময় মানুষের জন্যে গড
গিফটেড মহামূল্যবান একটি গিফট। কাজেই, আপনার জীবনের সুসময়ের বিনাশ আসার আগেই
জীবনকে উপযুক্ত করে গড়ে তুলুন। জীবনকে জীবনের মতন করে সাজিয়ে তুলুন; দেখবেন তাকে
ছাড়া আপনি দিব্যি বেঁচে আছেন এবং খুব সুন্দরভাবে পরিপাটি একটি জীবন কাটিয়ে
দিচ্ছেন।
মেয়েদের জীবনের হিসাব খুব সহজ। তারা চাইলে অপরের উপর চালিয়ে দিয়ে গোটা জীবনটা
সুন্দরভাবে কাটিয়ে দিতে পারে। কিন্তু একজন ছেলেকে একটা সময়পর দায়িত্ব নিতে হয়।
তার পরিবার থাকে, বাবা-মা থাকে; সে চাইলেও এই দায়িত্ব থেকে পালাতে পারে না। তাই
কিছু সময় পরিবারের খুশীর জন্যে আপনাকে আপনার নিজেকে খুঁজে বের করতে হবে। গড়ে
তুলতে হবে জীবনকে। আমাদের সবার বাবা-মার একটা স্বপ্ন থাকে। তার ছেলে বড় হয়ে সে
স্বপ্নটা পূরণ করবে। কখনো ভেবেছেন বাবা-মার মনে এই স্বপ্ন কিভাবে এসেছে। আজ আপনার
এই বয়স সেই মা-বাবা নিজেরাও পার করেছে। তারা সেদিন কোনো কারণে ব্যর্থ হয়েছে আর
তাই তাদের সেই অপূর্ণ চাওয়াটা তারা আপনার ভেতর দিয়ে দেখতে চায়। একবার ভাবুন তো—
আপনি যদি সেই সাকসেসটা পান তাহলে আপনার চেয়ে খুশী তো তাদের বেশী।
আমাদের সবার জীবনের একটা গোল থাকে। আমরা সবাই সেই গোলবার ছুঁতে চাই। সবাই মনে সেই
এ্যাচিভ-টা চাই কিন্তু প্রাণে (শরীরে) সেই এ্যাচিভমেন্টের জন্যে নিজেকে তৈরি করি
না বা করতে দিতে রাজি নই। স্বপ্নকে পূরণ করতে হলে স্বপ্নের পাথে হাঁটতে হবে;
স্বপ্নে অবিচল থাকতে হবে; হোঁচট খাবেন, বাঁধা আসবে এগুলো স্বাভাবিক। কিন্তু
আপনাকে থামানো চলবে না। সবাই স্বপ্ন দেখে। স্বপ্ন পূরণের জন্যে কঠোর পরিশ্রম করে।
কেউ সফল হয় আবার কেউ হয়না। তাই শুধু শ্রম দিলেই হবে; সেই শ্রমটা কোন পথে দিচ্ছেন
সেটাও দেখতে হবে। পরিশ্রম করেই যদি সফল হওয়া যেত তবে গাধার মূল্য সিংহের চেয়ে
বেশি-ই হতো।
দিনশেষে তোমার শূন্যতা তোমার—ই। দিনশেষে তোমার সবকিছু তোমারই। দিনশেষে তোমার
অর্জন কিংবা বির্সজন শুধু তোমারই। দিনশেষে তোমার অভিনয় তোমার কাছে ধরা পড়বে। এতদিন তোমার বেয়াড়া আবেগগুলো তোমাকে বিষাদ আর
পরাজয়ের গ্লানি উপহার দিয়েছে। তোমাকে ভাবতে শিখিয়েছে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না।
তুমি ভাবতে তুমি অপয়া কিংবা অভাগা। হ্যা, এটা খারাপ সময় কিন্তু নতুন করে শুরু
করার উত্তম সময়। তোমার জীবনের নিজস্ব মূল্য আছে, এবার তাকে মূল্যায়ন করো। সুন্দর
ও গোছানো ভবিষ্যতের পরিকল্পনা করো। কারো জন্যে তোমাকে অতীতে আটকে রেখো না। মনে
রেখো— "আবেগ হুঁশ কেড়ে নেয়। হুঁশ গেলে স্বার্থ ক্ষুন্ন হয়।" নিজেকে কন্ট্রোল করতে
শিখো। পৃথিবীর সবচেয়ে বড় আর্ট হয়তো নিজের উপর নিজের নিয়ন্ত্রণ রাখা। জীবনে শেষ
বলে বিশেষ কিছু নেই। যেখানে আছো সেখান থেকেই শুরু সবকিছু। নতুন করে পথ শুরু করতে
বিশেষ কোনো সময়ের প্রয়োজন হয় না, বর্তমান মানসিকতার পরিবর্তন—ই যথেষ্ট।
শেষে যে কথাটা বলবো— নিজেকে কখনো কোনো অবস্থায় ফাঁকি দিবেন না। নিজের প্রতিদিনের
অবস্থান নিজেই পরিমাপ করবেন। দিনের বা রাতের একটা সময় নিজেকে নিয়ে ভাববেন।
বিবেককে প্রশ্ন করবেন। গতকালের অবস্থান থেকে আজকের অবস্থান দেখুন। একটু হলেও
নিজেকে এগিয়ে নিন। গতিশীল এই পৃথিবীতে নিজেকে গতিহীন করে রাখলে আপনি একাই পিছিয়ে
পড়বেন। সবার চেয়ে সবচেয়ে ভালো-টি সবচেয়ে ভালোভাবে পেতে সবচেয়ে বেশি নিজেকে সময়
দিন। সৃষ্টিকর্তা তার সৃষ্টির প্রতি অবিচার করবে না, এই বিশ্বাস রাখুন। সফল হবেন।
ইনশাআল্লাহ।।
0 Comments