Subscribe Us

header ads

লক ডাউনে ঘরবন্দী! কিন্তু বয়স...!

তুমিই সফল ✔

 লক ডাউনে ঘরবন্দী! কিন্তু বয়স...বন্দি কিসে!

করোনা পরিস্থিতির এই কঠিন সময়ে ধৈর্য ধরে বিনয়ের সাথে পরিশ্রম করুন। আপনার জীবনকে নিশ্চয়ই সুখের সওদাগর করতে পারবেন। সবার দিন সমান যায় না, আপনারও যাবে না। তাই বিচলিত হবেন না, ভরসা রাখুন নিজের উপর। পরিবেশ স্বাভাবিক হলেই আপনার ছেলেমেয়েরা স্কুলে যাবে, আপনার সন্তান কিংবা ভাইবোন কলেজে যাবে, ভার্সিটি যাবে। যে ভাইটা এতো লম্বা সময় ধরে নিজেকে চারদেয়ালে আটক রেখে চাকুরীর জন্য প্রিপারেশন নিয়েছেন! তিনিও চাকুরীর পরীক্ষা দিতে যাবেন এবং কোনো একটা ভালো চাকুরী পেয়ে যাবেন। তাই জয়ী না হওয়ার আগ পর্যন্ত পরাজয় মেনে নেবেন না।

আপনি হয়তো ভাবছেন যে— আপনি পিছিয়ে পড়ে গেছেন। আসলে এটাকে পিছিয়ে পড়া বলে না। যখন সামগ্রিকভাবে কোনো একটি একক গোষ্ঠী বা ব্যক্তি যদি সময়ের মূল্য দিতে না পারে কিংবা যুগোপযোগী না হয় তবে তিনি অবশ্যই পিছিয়ে পড়বেন। কিন্তু যখন আপনার স্থবিরতার সঙ্গে গোটা গোষ্ঠী কিংবা জাতি স্থবির হয়ে রয়েছে তখন আপনার একার পিছিয়ে পড়ার সুযোগ নেই। কারন আপনার সাথে পুরো জাতি নিজেই পিছিয়ে রয়ে গেছে। তাই অযথা সময় নষ্ট না করে সময়ের কদর করুন। দীর্ঘ প্রস্তুতির সময়কে যথাযথ ভাবে মূল্য দিন। হতে পারেন— আপনি একজন ছাত্র কিংবা একজন জব হোল্ডার কিংবা একজন সাধারণ কেউ। সবারই সময়ের কোটা সেই ২৪ ঘন্টাই। তাই এই ২৪ ঘন্টায় আপনি অন্যের চেয়ে যেটুকু বেশি করবেন ওইটুকুই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। আপনায় আলাদা করে দেবে তাদের থেকে।

বাড়িতে ঘরে থাকুন! নিরাপদ থাকুন। Stay home & Stay safe😍

Post a Comment

2 Comments