🔥 ইংরেজি স্পোকেন কোর্স
🔥 English Spoken Course
🔥 online english spoken course in bangladesh
![]() |
English Spoken |
🔘 পর্ব : চার (৪) 🔘
ইংরেজি ভাষার সাথে আমাদের উপমহাদেশের সম্পর্ক গত ৩০০ বছর ধরে। এজন্য এটি আমাদের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। পৃথিবীর প্রত্যেক দেশেরই আচার–ব্যবহার ধরন আলাদা হয়। যদি আমরা কোনো একটা ভাষা প্রকৃতপক্ষেই ভালভাবে শিখতে চাই, তবে আমাদের উচিত সেই দেশের লোকদের রীতি–নীতি, কথা বলার ধরন ও আদব–কায়দা ভালভাবে জেনে নেওয়া। সহজ ভাষায় বাংলা যেমন বাঙালীদের মতন করে বলতে হয়, ঠিক ইংরেজি তেমনি ইংরেজদের মতো করে বলা উচিত৷ এক্ষেত্রে ইংরেজদের হুবহু নকল করাটাই সবচেয়ে ভালো হয়।
পূর্বের মতো আজো আমরা একটি কথার পরিপ্রেক্ষিতে যে কথাটি বলতে হয়, সেটি আরে কয়ভাবে বলা যেতে পারে লিখে আসি—
✔ In Conclusion কে In Conclusion না বলে আরো যেভাবে বলতে পারেন (Other ways to say) —
— To sum up
— In summary
— To conclude
— In closing
— In the end
— To summarize
— All in all
✔ Because কে Because না বলে আরো যেভাবে বলতে পারেন (Other ways to say) —
— Now that
— Considering that
— As long as
— Being as
— Due to
— Inasmuch as
— As a result of
✔ I'm Hungry কে I'm Hungry না বলে আরো যেভাবে বলতে পারেন (Other ways to say) —
— I'm famished
— I'm starving.
— Feel like eating.
— I'm hungry as a wolf.
— I'm freaking hungry.
— My stomach is growling.
— I have an appetite.
✔ Calm down কে Calm down না বলে আরো যেভাবে বলতে পারেন (Other ways to say) —
— Relax.
— Give it a rest.
— Cool down.
— Take it easy.
— Take a deep breath.
— Steady on!
— Chill out!
0 Comments