Subscribe Us

header ads

English Spoken : 2

🔥 ইংরেজি স্পোকেন কোর্স 

🔥 English Spoken Course 

🔥 online english spoken course in bangladesh

English Spoken  


🔘 পর্ব :  দুই (২)


ইংলিশ স্পোকেনের উপর এটা আমাদের দ্বিতীয় দিন আজ। প্রথম দিনের মতো আজও আমরা আলোচনা করব বিকল্প শব্দসমূহ নিয়ে (Other ways to say)। অর্থাৎ একটি কথার পিঠে বা অনুরূপ আর যেসব কথা বলা যায় এমন কিছু শিখে আসি—



I Agree কে I Agree না বলে (other ways to say) চাইলে এভাবেও বলতে পারেন—

— Agreed.

— Absolutely! 

— Affirmative. 

— We are of one mind.

— No doubt about it.

— Our thoughts are parallel. 

— Definitely. 


Let me know কে Let me know না বলে (other ways to say) চাইলে এভাবেও বলতে পারেন—

— Keep me posted. 

— Keep me updated. 

— Keep me in the loop.

— Keep me informed. 

— Get back to me.

— Enlighten me.

— Notify me.  


Give my regard কে Give my regard না বলে চাইলে এভাবেও (other ways to say) বলতে পারেন

— Send [someone] my best.

— My best to [someone]. 

— Send [someone] my greetings. 

— Tell [someone] I'm pleased for them. 

— Congratulate [someone] for me!

— Send [someone] my compliments. 


It is Important কে It is Important না বলে চাইলে এভাবেও (other ways to say) বলতে পারেন—

— It's Significant. 

— It's Essential. 

— It's Considerable.

— It's Notable. 

— It's Meaningful. 

— It's Substantial. 

— It's Remarkable. 


ইংরেজি একটি ভাষা। আমরা যেমন বাংলা ভাষা জন্মের পর অটোমেটিক কোনো নিয়মকানুন ছাড়াই শিক্ষিত - অশিক্ষিত অনায়াসে সবাই শিখে ফেলি। তেমনি ইংরেজি একটি জাতির ভাষা। তাই এটি শিখতেও আপনাকে আহামরি কিছু করতে হবে না। যেটা একান্তভাবে দরকার, সেটি হলো আপনার মনের একাগ্রভাবে চাওয়া এবং প্রতিদিন ১০ মিনিট সময় হলেও আপনাকে চর্চা করতে হবে। আপনাকে প্রাকটিস করতে হবে এই ভাষার উপর। ভুল হোক শুদ্ধ হোক আপনাকে ইংরেজিতে বকে যেতে হবে। তবেই আপনি সহজেই এই ভাষার উপর আয়ত্ব আনতে পারবেন। আজ এই পর্যন্তই— আবার পরবর্তী এপিসোডে দেখা হবে ইনশাআল্লাহ। 😍 



Post a Comment

0 Comments