🔥 ইংরেজি স্পোকেন কোর্স
🔥 English Spoken Course
🔥 online english spoken course in bangladesh
![]() |
English Spoken |
🔘 পর্ব : এক (১) 🔘
যেহেতু এটা আমাদের প্রথম পার্ট অর্থাৎ শুরু তাই আমরা সবকিছু শিখবো একদম শুরু থেকে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, আমার এই কোর্সটা সম্পূর্ণ করলে আপনার আর ইংরেজিতে কথা বলতে কোনো সমস্যা থাকবে না।
আজ আমরা শুরুতে শিখবো কিছু কথার বিকল্প কথা। অর্থাৎ সময়ের সাথে যুগের সাথে সবকিছুর যেমন পরিবর্তন হয় আপডেট ভার্সন আসে, তেমনি ভাষার ক্ষেত্রেও পরিবর্তন আসে। আমরা সেগুলো নিয়েই আমাদের পথচলা শুরু করতে যাচ্ছি। তো চলুন—
✔ I'm fine! (আমি ভালো আছি)। এটিকে কতভাবে বলতে পারা যায় দেখে আসি—
— I'm Great!
— Doing Really Well!
— Couldn't Be Better!
— Can't complain.
— Never Better!
— Over the Moon!
— Noo too shabby.
✔ I'm sorry! (আমি দুঃখিত)। এটিকে কতভাবে বলতে পারা যায় দেখে আসি চলুন—
— I sincerely apologise.
— I owe you an apology.
— Ever so sorry.
— I had that wrong.
— Excuse me.
— It's all my fault.
— Pardon me.
✔ I'm busy (আমি ব্যস্ত আছি)। এটিকে কতভাবে বলতে পারা যায় দেখে আসি চলুন—
— I'm up to my neck.
— I've lots to do.
— I'm swamped.
— I'm tied up.
— My agenda is full.
— Buried with work.
— I'm up to my ears.
আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আবার পরবর্তী পোস্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। 😍
0 Comments