Subscribe Us

header ads

Blood Group Test (রক্তের গ্রুপ নির্ণয়)

📒 ব্লাড গ্রুপ সহজে নির্ণয় 

📒 Blood Grouping 


ব্লাড গ্রুপ
Blood Group (ব্লাড গ্রুপ) 



আমাদের মধ্যে অনেকে নিজেই নিজের Blood Group বাসায় বা ল্যাবে নির্ণয় করতে চান। আজকের পোষ্টটি তাদেরই জন্য যারা গ্রুপ নির্বাচন শিখতে ইচ্ছুক।


🔘 ব্লাড গ্রুপ পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ :

১। ব্লাড গ্রুপিংয়ের ৩ টা এন্টি-

(I)Anti-A

(II) Anti-B

(III)Anti-D

২। জীবাণুমুক্ত একটা সুচ 

৩। একটা কাঁচের স্লাইড 

৪। তুলা

৫। জীবানুনাশক 

🔘 যা করতে হবে : 

প্রথমে যার ব্লাড গ্রুপ নির্বাচন করবেন তার হাতের যেকোনো একটা আঙুল ভালো করে জীবাণুমুক্ত করে নিবেন। এরপর  সুচ দিয়ে আঙুল এর মাথায় হাল্কা খোঁচা দিয়ে কাঁচের স্লাইডে ৩ ফোটা রক্ত নিবেন। তারপর—

১ম ফোঁটায় এন্টি-A 

২য় ফোঁটায় এন্টি-B

৩য় ফোঁটায় এন্টি-D

দিয়ে ভাল করে সুচ এর গোড়া  দিয়ে মেশাবেন।খেয়াল রাখবেন রক্ত এবং এন্টি মেশানোর সময় একটা যেনো অন্যটার সাথে না মিশে।


🔘 Blood Group নির্ণয়ের উপায় : 

১। যদি Anti -A ফাটে আর Anti-B না ফেটে যায় তাহলে রক্তের গ্রুপ A।


২। যদি Anti-A না ফাটে আর Anti -B ফেটে যায় তাহলে রক্তের গ্রুপ B।


৩। যদি Anti- A এবং  Anti-B দুইটাই ফেটে যায় তাহলে রক্তের গ্রুপ AB।


৪। যদি Anti-A ও Anti-B একটাও না ফেটে যায় তাহলে রক্তের গ্রুপ O।

আমরা রক্তের  গ্রুপ নির্বাচন করা শিখলাম। 


🔘 Positive না Negative নির্ণয় : 


১।Anti-D  যদি ফেটে যায় তাহলে রক্ত +(positive)।

২।Anti-D যদি না ফেটে যায় তাহলে রক্ত —(negative)


✔ আপনার প্রয়োজনীয় সকল ধরনের তথ্যের খোঁজ করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট😍।      

Post a Comment

1 Comments