📒 Detached Sentence
📒 বিচ্ছিন্ন বাক্য ঘটিত বঙ্গানুবাদ
He called me a fool.
= সে আমাকে বোকা বলেছিল।
May God bless you.
= খোদা তোমার মঙ্গল করুন।
The fruit fell from tree.
= ফলটি গাছ হতে পড়ল।
I have a learnt my lessons.
= আমি আমার পড়া শিখেছি।
He breathed his last.
= তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
I will do this work.
= আমি একাজ করব।
He runs faster than I do.
= সে আমার চেয়ে দ্রুত দৌড়ায়।
It may rain this afternoon.
= আজ বিকেলে বৃষ্টি হতে পারে।
He can sing well.
= তিনি ভাল গান গাইতে পারেন।
May I go home now?
= আমি কি এখন বাড়ি যেতে পারি?
I trust him.
= আমি তাকে বিশ্বাস করি।
The sun sets in the west.
= সূর্য পশ্চিম দিকে অস্ত যায়।
Allah is kind.
= আল্লাহ দয়ালু।
I have none to call my own.
= আমার আপন বলতে কেউ নাই।
He shuts the door.
= সে দরজা বন্ধ করেছে।
Do you go to school?
= তুমি কি স্কুলে যাও?
Why are you not reading?
= তুমি পড়ছ না কেন?
I have just finished my meal.
= এইমাত্র আমার খাওয়া শেষ হল।
The moon is up.
= চাঁদ উঠেছে।
Has he seen his letter?
= তিনি কি এ চিঠি দেখেছেন?
Rehana put out the lamp.
= রেহানা বাতিটা নিভিয়েছিল।
He was intelligent.
= সে বুদ্ধিমান ছিল।
He came here today.
= সে আজ এখানে এসেছিল।
I went there.
= আমি সেখানে গিয়েছিলাম।
We were flying kites.
= আমরা ঘুড়ি উড়াচ্ছিলাম।
The boy was reading a book.
= ছেলেটা বই পড়ছিল।
I had reached before he came.
= সে আসার পূর্বে আমি পৌঁছেছিলাম।
0 Comments