Subscribe Us

header ads

সহজ উপায়ে ইংরেজি সাহিত্যের যুগসমূহ (Periods of English Literature)

English Literature Period

Periods of English Literature

ইংরেজি সাহিত্যের যুগসমূহ



আমরা অনেকে ইংরেজি সাহিত্যের যুগগুলোকে পর্যায়ক্রমিকভাবে মনে রাখতে পারি না। যার ফলে প্রায় বিভিন্ন পরীক্ষায় সঠিক উত্তর করতে ব্যর্থ হই। তাই আজ আমরা একটা সহজ ছন্দের মাধ্যমে ইংরেজি সাহিত্যের ৮ টি যুগকে খুব সহজেই সারাজীবনের মতো মনে রাখতে পারবো ইনশাআল্লাহ।

ছন্দ : OMR নাকি Roma ভাবির মন পায়নি।
English Literature Period
ছন্দ যুগের নাম সময়কাল
O The Old English Period (450-1066)
M The Middle English Period (1066-1500)
R The Renaissance Period (1500 — 1660)
নাকি The Neoclassical Period (1660 — 1798)
Roma The Romantic Period (1798 — 1832)
ভাবির The Victorian Period (1832 — 1901)
মন The Modern Period (1832 — 1901)
পায়নি The Post Modern Period (1832 — 1901)


📶The Renaissance Period এর আবার ৪ টি বিখ্যাত যুগ বা পর্ব আছে। এগুলো মনে রাখার ছন্দ :
ছন্দ : এলিজা যাবে কারে করে।
The Renaissance Period
ছন্দ যুগের নাম সময়কাল
এলিজা The Elizabethan Age (1558 — 1603)
যাবে The Jacobean Age (1603 — 1625)
কারে The Caroline Age (1625 — 1649)
করে The Commonwealth Period (1649 — 1660)

Post a Comment

1 Comments